গুজব উড়িয়ে জমিয়ে চিকেন বিরিয়ানীতে মজে রয়েছেন মালদার চাঁচলবাসী

20th March 2020 মালদা
গুজব উড়িয়ে জমিয়ে চিকেন বিরিয়ানীতে মজে রয়েছেন মালদার চাঁচলবাসী


দেবাশীষ পাল ( মালদা ) : মহাপ্রাচীরের ওপার চীন দেশে সূত্রপাত মহামারী নোবেল করোনার। ছড়িয়েছে বিশ্বের কয়েকটি দেশেও। করোনার হাহাকারে  পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় গুজব ছড়িয়েছিল পোলট্রী মুরগীর মাংস থেকে এই ভাইরাস ছড়াচ্ছে। এমনটাই সংবাদ মাধ‍্যমে জানা যাচ্ছে। গুজবের জেরে হু হু করে দাম কমেছে মুরগীর মাংসের। দাম কমলেও ক্রয়ে নারাজ অধিকাংশই।কারন মরণব‍্যাধী থেকে রক্ষা পেতে হবে যে। তাই সচেতনতা অবলম্বনে ব‍্যস্ত জনসাধারণ। মালদহের চাঁচল মহকুমাতেও এই গুজবের জেরে ভাটা পড়েছে পোলট্রী ব‍্যবসায়ীদের। বাজারে ন‍্যায‍্য মূল‍্য না পাওয়ায় অনেকে ব‍্যবসা বন্ধ রেখেছে বলে খবর। বন্ধ হয়েছে এলাকার অধিকাংশ খামার গুলিও।
তবে ঘটনার বিপরীত অবলম্বন চাঁচল সদর এলাকায়। পোলট্রী মুরগীর মাংসে ভাইরাস হতে পারে এমন গুজব রটলেও  বিরিয়ানি দোকানে গ্রাহকদের উপচে পড়া ভিড়। পোলট্রী মুরগীর চিকেন বিরিয়ানি বিক্রি যথারীতি স্বাভাবিক চাঁচলে।  চলছে মটন,পোলট্রী চিকেন বিরিয়ানি বিক্রির রমরমা। চাঁচলের হাইদ‍‍্রাবাদী বিরিয়ানি দোকানের মালিক তৈয়বুর রহমানের দাবী, মাংসতে কোনো ভাইরাসের লক্ষন নেই। এন আর সির মতো গুজব রটিয়েছে গ্রাম‍্য থেকে শহরগুলিতেও। পাবলিক গুঁজব রটিয়েছে তাই মাংসেরও দাম কমেছে। তবেও বিরিয়ানির দাম কমেনি। দোকান মালিক চড়া সূরে বলেন, পেয়াজ ৮০ টাকা ছুয়েছিল তখন বিরিয়ানির দাম কমেনি। এখন মাংসের দাম কমলেও বিরিয়ানির দাম সম থাকবে। তবে ওই দোকান থেকে নানান অনুষ্ঠান সহ চাঁচলের অফিস গুলিতে মধ‍্যাহ্নভোজের জন‍্য প্রতিনিয়ত নিয়ে যাওয়া হয় বলে দাবী দোকান মালিকের। এছাড়াও পূর্বের মত সমপরিমাণ বিক্রি হচ্ছে বিরিয়ানি।  তবে করোনা সচেতনতায় পরিস্কার পরিচ্ছন্নতা অবলম্বন করেই দৈনন্দিন বিরিয়ানি রান্না করেন, তিনি জানান। 





Others News